প্রকাশ: ৮ ডিসেম্বর, ২০২০ ১৯:৩২ অপরাহ্ন
নীলফামারী থেকে জয়নাল আবেদীন হিরো: সাবেক সংস্কৃতিমন্ত্রী ও নীলফামারী-০২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর এর আশু রোগমুক্তি কামনায় প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ ডিসেম্বর) বিকেলে জেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আয়োজনে শহরের শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতা মন্দির প্রাঙ্গণে প্রার্থনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট অক্ষয় কুমার রায়।
এসময় উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সভাপতি এ্যাডভোকেট রমেন্দ্রনাথ বর্ধন বাপ্পী, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি খোকা রাম রায়, সাধারণ সম্পাদক মৃনাল কান্তি রায়, সাংগঠনিক সম্পাদক সুদীর রায়, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী, সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দুলাল চন্দ্র রায়, সাধারণ সম্পাদক নরেশ চন্দ্র রায়, প্রচার সম্পাদক রত্না সিনহা, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক হর্ষবর্ধন রায় সহ আরো অনেকে। প্রার্থনা পরিচালনা করেন শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতা মন্দির পুরোহিত অশোক ভট্টাচার্য।