ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

মণিরামপুরে ডায়াগনস্টিক সেন্টার-ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান


প্রকাশ: ৮ ডিসেম্বর, ২০২০ ১৫:৫৭ অপরাহ্ন


মণিরামপুরে ডায়াগনস্টিক সেন্টার-ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মণিরামপুর সংবাদদাতা: চিকিৎসার নামে প্রতারনা ব্যবসা রুখতে কঠোর অবস্থান নিয়েছেন যশোরের  স্বাস্থ্য বিভাগ। সোমবার দুপুরে যশোরের সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীনের নেতৃত্বে মণিরামপুরের ৬টি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এর মধ্যে দুটি প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা করাসহ তিনটি প্রতিষ্ঠানকে সময় বেধে দেয়া হয়েছে।

এছাড়া প্রগতি ডিজিটাল ডি-ল্যাব এন্ড রিজু হাসপতালের মালিককে জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদন্ড  দেয়া হয়েছে। এ ছাড়া একটি প্রতিষ্ঠানের প্যাথলজিক্যাল ল্যাব বন্ধ ঘোষনা করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শুভ্রারানী দেবনাথ জানান, মণিরামপুর হাসপাতালের সামনে জিনিয়া প্যাথলজিক্যাল ল্যাবরেটরী ও ডক্টরস ডায়াগনস্টিক সেন্টারে প্যাথলজি ল্যাব লাইসেন্স নবায়ন ও মানসম্মত স্বাস্থ্যসেবা না হওয়ায় মালিক মনিরুজ্জামান জনি ও জাকির হোসেনকে পঞ্চাশ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বন্ধ হওয়া মোহনপুর বটতলায় অবস্থিত প্রগতি ডিজিটাল ডি-ল্যাব এন্ড রিজু হসপিটালের মালিক মোহাম্মাদ আলী জিন্নাহ সিভিল সার্জনের অনুমতি বিহিন অবৈধভাবে পুনরায় পরিচালনা করা ও মানসম্মত না থাকার অভিযোগে

পঞ্চাশ হাজার টাকা জরিমানা দিতে ব্যর্থ হওয়ায় তাকে তিন মাসের কারাদন্ড দেয়া হয়। এছাড়া হাসপাতালের সামনে ল্যাব সাদের ল্যাবে ক্রটি থাকার অভিযোগে ল্যাব বন্ধ করাসহ মানসম্মত করার জন্য এক মাসের ও মুন হসপিটাল লাইসেন্স নবায়ন না থাকার দায়ে একদিন সময় দিয়ে বন্ধ ঘোষনা করা হয়। মোহনপুর বটতলায় নিউ লাইফ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারকে মানসম্মত স্বাস্থ্যসেবা করার জন্য সাত দিনের সময় দেয়া হয়েছে। জিনিয়া ও ডক্টরসের লাইসেন্স নবায়ন ও ল্যাব সাদের সেবার ক্রটিপূর্ন  ব্যর্থ হলে স্থায়ীভাবে বন্ধ করা হবে বলে আদালত সুত্রে জানা যায়।

এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দ জাকির হাসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শুভ্রারানী দেবনাথ, আবাসিক মেডিকেল অফিসার অনুপ কুমার বসু, সিভিল সার্জন কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা আরিফুজ্জামান, এসআই শাহিনুর রহমান প্রমুখ।  

 


   আরও সংবাদ