ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

কালিগঞ্জে বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননায় মানববন্ধন


প্রকাশ: ৮ ডিসেম্বর, ২০২০ ১৫:২৫ অপরাহ্ন


কালিগঞ্জে বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননায় মানববন্ধন

কালিগঞ্জ প্রতিনিধি: বঙ্গবন্ধুর ভাস্কর্য অমর্যাদা ও ভাংচুর করার প্রতিবাদে কালিগঞ্জে মানববন্ধন, র‍্যালী ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ এর  সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।

উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সেক্রেটারী গোলাম ফারুকের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মনিরউদ্দীন আহমেদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ইঞ্জিঃ শেখ মেহেদী হোসেন সুমন, ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সজল মুখার্জী প্রমুখ।


   আরও সংবাদ