ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

জলঢাকায় বোরো ধানের বীজ বিতরণ


প্রকাশ: ৭ ডিসেম্বর, ২০২০ ২২:২৯ অপরাহ্ন


জলঢাকায় বোরো ধানের বীজ  বিতরণ

নীলফামারী থেকে জয়নাল আবেদীন হিরো:  নীলফামারীর জলঢাকা উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে হাইব্রিড জাতের বোরো ধানের বীজ বিতরণ করা হয়েছে।

সোমবার (৭ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে কৃষি পুনর্বাসন ও প্রনোদনা কর্মসুচির আওতায় রবি/২০২০-২১ অর্থ বছরে রবি মৌসুমে বোরো ধানের হাইব্রিড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির জন্য উপজেলার ৬ হাজার ৪ শত কৃষকের মাঝে ২ কেজি করে হাইব্রিড জাতের বোরোধান  বীজ  বিনামূল্যে বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর।

উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান, ভাইসচেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহ মোঃ মাহফুজুল হক, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মীর হাসান আল বান্না প্রমুখ।

প্রধান অতিথি বাহাদুর বলেন, বর্তমান সরকার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করে কৃষকদের সবধরনের সহযোগিতা করে আসছে।

এসময় তিনি আসন্ন বোরো মৌসুমে কৃষকদের সবধরনের পরামর্শ দিতে কৃষি কর্মকর্তা কর্মচারির প্রতি আহবান জানান। উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, সাংবাদিক ও কৃষাণ কৃষাণী উপস্থিত ছিলেন।

 


   আরও সংবাদ