প্রকাশ: ৭ ডিসেম্বর, ২০২০ ১৬:০৬ অপরাহ্ন
নীলফামারী থেকে জয়নাল আবেদীন হিরো: নীলফামারী সদর উপজেলা পরিষদে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার’ এবং তথ্য ও সহায়তা কেন্দ্র (হেল্প ডেক্স) উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী ফিতা কেটে এর উদ্বোধন করেন।
পরে মুক্তিযুদ্ধ কর্ণার ও হেল্প ডেক্স এবং উপজেলা পরিষদ পরিদর্শণ শেষে কর্মকর্তাদের সাথে বৈঠকে মিলিত হন তিনি।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহিদ মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এলিনা আকতার, সহকারী কমিশনার (ভুমি) শেখ বেলায়েত হোসেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি হাফিজুর রশিদ মঞ্জু উপস্থিত ছিলেন।
এতে জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী বলেন, নীলফামারী সদর উপজেলাকে ভিক্ষুকমুক্ত করার কাজ এগিয়ে চলছে। প্রশাসনিক এবং পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে পরিকল্পনা চলছে।
তিনি বলেন, শুধু ঘোষণা দিয়েই নয়, ঘোষণার পর যাতে কোনো ভিক্ষুক অন্যত্র গিয়ে ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে না পড়ে সে দিক নিয়েও ভাবা হচ্ছে।
প্রসঙ্গত, উপজেলা নির্বাহী অফিসার এলিনা আকতারের পরিকল্পনায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার, হেল্প ডেক্স এবং নতুনভাবে সজ্জিত ইউএনও’র দাফতরিক কক্ষ আজ সোমবার থেকে উন্মুক্ত হয়েছে।