ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

চৌগাছার শিক্ষক সমিতির সভাপতি ওসমান গণীর মৃত্যু


প্রকাশ: ৬ ডিসেম্বর, ২০২০ ১৯:৩৯ অপরাহ্ন


চৌগাছার শিক্ষক সমিতির সভাপতি ওসমান গণীর মৃত্যু

চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতিক ও স্বরুপদাহ পশ্চিম পাড়ার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসমান গণী (৫৮) মৃত্যু বরণ করেছে। 

রোববার (০৬ ডিসেম্বর) ভোরে যশোরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় তিনি ষ্ট্রোট করে ও বিভিন্ন রোগ জনিত কারনে অনেক দিন ধরে ভুগতে ছিলেন।

তার জানাজার নামাজ নিজ গ্রাম স্বরুপদাহ ইউনিয়ন পরিষদ মাঠে আছর নামাজ বাদ অনুষ্টিত হয়। তার জীবন স্মৃতি চারন করে আলোচনা করেন উপজেলার আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমান, আওয়ামী লীগের সেক্রেটারি ফুলসারা ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী, স্বরুপদাহ ইউনিয়নের চেয়ারম্যান শেখ আনোয়ার হোসেন, যুবলীগ নেতা রিংকু, রাজু, মাওঃ আঃ রহমান, প্রধান শিক্ষক শাহীন মাহবুব, নাসির স্যার ও আরো অনেকে।

জানাজার নামাজ পড়ান চৌগাছা কামিল মাদ্রাসার অধ্যক্ষ স্বরুপদাহ ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান মাওঃ আব্দুল লতিফ। জানাজার শেষে পারিবারিক কবর স্হানে দাফন করা হয়। তিনি দুই ছেলে, স্ত্রী ও অনেক গুনিজন রেখে গেছেন।


   আরও সংবাদ