প্রকাশ: ৬ ডিসেম্বর, ২০২০ ১৭:৪১ অপরাহ্ন
চৌগাছা যশোর থেকে ফখরুল : যশোরের চৌগাছার স্বরুপদাহ গ্রামের আকবার আলী উপজেলার মধ্যে সবচেয়ে বয়স্ক মানুষ। তার বয়স ১১২ বছর। তার পিতার নাম মৃতঃ আহাদ আলী, মাতা মৃতঃ ঝড়ি বিবি, স্ত্রী রমিছা বেগম (৭০)। তিনি ৬ ছেলে ও ৩ কন্যার জনক।
আকবার আলীর সাথে সাক্ষাত হলে তিনি বলেন- শারিরীক ভাবে তিনি সম্পুন্ন সুস্হ। বৃদ্ধ বয়সে পায়ে হেটে মসজিদে গিয়ে ৫ ওয়াক্ত নামাজ জামাতে দাড়ায়ে পড়েন। তিনি ৩ কিলো মিটার রাস্তা পায়ে হেটে চৌগাছায় বাজার করতে যান। রাস্তা দিয়ে হেটে গেলে গ্রামের লোকজন তাকে আজব মানুষ বলে চেয়ে দেখে।
৬ ছেলে পৃথক থাকায় নিজে উপার্জন করে স্ত্রীকে নিয়ে সুখে সংসার দিন অতিবাহিত করেন। গ্রামের মেম্বার বাবু বলেন বৃদ্ধ বয়সে আকবার আলী সবার চাইতে সুখী মানুষ। তিনি সদালাপি ও মিষ্ঠভাসি। বয়স্ক মানুষ হওয়ায় গ্রামের সবাই তাকে ভাল বাসেন।