ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

ধুনটে আট বছরের নাতনিকে ধর্ষণচেষ্টা, দাদা গ্রেপ্তার


প্রকাশ: ৫ ডিসেম্বর, ২০২০ ১৪:৩৯ অপরাহ্ন


ধুনটে আট বছরের নাতনিকে ধর্ষণচেষ্টা, দাদা গ্রেপ্তার

ধুনট থেকে রফিকুল আলম: বগুড়ার ধুনট উপজেলায় দোকান থেকে বিড়ি কিনে এনে দেওযার কথা বলে ঘরের ভেতর নিয়ে আট বছর বয়সের নাতনিকে ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলায় দাদা ইউনুস আলীকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। ইউনুস আলী উপজেলার মথুরাপুর ইউনিয়নের হিজুলী গ্রামের দেলবর হোসেনের ছেলে। শনিবার সকালের দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, ধর্ষণচেষ্টার শিকার শিশুটি হিজুলী গ্রামের এক কৃষকের মেয়ে। ইউনুস আলী তার প্রতিবেশী দাদা। একই আঙ্গিনায় তাদের বসবাস। গত ১১ নভেম্বর বিকেল ৫টার দিকে বাড়ির পাশের দোকান থেকে বিড়ি কিনে এনে দেওয়ার কথা বলেন শিশুটিকে ঘরের ভেতর নেয় ইউনুস আলী। এ সময় ওই বাড়িতে অন্য কেউ ছিল না। এ সুযোগে শিশুটিকে ধর্ষণচেষ্টা করে ইউনুস আলী। এ সময় শিশুটির চিৎকারে বাড়ির লোকজন ঘটনাস্থলে পৌছে শিশুটিকে উদ্ধার করে। পরে উভয় পরিবারের লোকজন এ বিষয়টি সমঝোতার চেষ্টা করে মিমাংসা করতে পারেনি।

 এ ঘটনায় ইউনুস আলীর শ্বশুর একই গ্রামের আসু শেখ জামাতার উপর ক্ষুব্ধ হয়ে ওঠেন। এক পর্যায়ে শুক্রবার দুপুরের দিকে ইউনুস আলীকে কাস্তে দিয়ে কুপিয়ে আহত করে। স্বজনরা তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এদিকে শিশুটির বাবা বাদি হয়ে শনিবার সকালে ইউনুস আলীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলায় ইউনুস আলীকে গ্রেপ্তার দেখিয়ে পুলিশ পাহারায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া শিশুটির জবানবন্দী রেকর্ডের জন্য শনিবার সকালের দিকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।

 


   আরও সংবাদ