ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

মণিরামপুর পৌর আ’লীগের বর্ধিত সভা


প্রকাশ: ৪ ডিসেম্বর, ২০২০ ১৫:৩৩ অপরাহ্ন


মণিরামপুর পৌর আ’লীগের বর্ধিত সভা

মণিরামপুর সংবাদদাতা:  আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মণিরামপুর পৌর আওয়ামীলীগের উদ্যোগে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহষ্পতিবার উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ  বর্ধিত সভায় পৌর আওয়ামীলীগের সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে  প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র অধ্য কাজী মাহমুদুল হাসান।   

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন। পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সদস্য আবুল কালাম আজাদ, আওয়ামীলীগনেতা অ্যাড. বশির আহমেদ খান, আসাদুজ্জামান আসাদ প্রমুখ। এ ছাড়া পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ পৌরসভার সকল ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি-সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক আসন্ন পৌর নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন নিয়ে পৌরসভার মেয়র পদে নির্বাচন করতে ইচ্ছুক-এমন নেতৃবৃন্দের নাম  প্রস্তাব করার জন্য অনুরোধ জানানো হয়। এ প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হলে-সেই মোতাবেক মেয়র পদে নির্বাচন করতে ইচ্ছুক এমন ৬জনের নাম প্রস্তাবনায় উঠে আসে। প্রস্তাবকৃত মনোনয়ন প্রত্যাশিদের নাম যথাক্রমে-উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান মেয়র অধ্য কাজী মাহমুদুল হাসান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান জিএম মজিদ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র-১ কামরুজ্জামান কামরুল, পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তরুণ আওয়ামীলীগনেতা অ্যাড. বশির আহমেদ খান।

সভায় দীর্ঘ আলোচনার পর একক সিদ্ধান্তে উপনিত না হতে পারায় উর্ধ্বতন নেতৃবৃন্দের সিদ্ধান্তের জন্য প্রস্তাবিত নামের তালিকা পাঠানো হবে  বলে পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল জানান।


   আরও সংবাদ