ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

হৃদরোগে আক্রান্ত হয়ে র‌্যাবের তাপস চক্রবর্তির মৃত্যু


প্রকাশ: ৩ ডিসেম্বর, ২০২০ ১৪:৫১ অপরাহ্ন


হৃদরোগে আক্রান্ত হয়ে র‌্যাবের তাপস চক্রবর্তির মৃত্যু

নীলফামারী থেকে জয়নাল আবেদীন হিরো: হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন র‌্যাব নীলফামারী ক্যাম্পের উপ-সহকারী পরিচালক তাপস চক্রবর্তি (৪৬)। বুধবার দুপুরে দেড়টার দিকে নীলফামারী জেনারেল হাসপাতালে মারা যান তিনি।

এরআগে দুপুর পৌনে একটার দিকে তাকে হাসপাতালে নেয়া হয়। পুলিশ পরিদর্শক তাপস যশোর জেলার বাশোঁরিয়া বসন্তিয়া বাঘারপাড়া এলাকার মৃত. মিলন চক্রবর্তির ছেলে।

র‌্যাব নীলফামারী ক্যাম্প সুত্র জানায়, মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। নীলফামারী জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক মেজবাহুর আলম চৌধুরী জানান, দুপুর পৌনে একটার দিকে প্রচন্ড ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি।

তাৎক্ষনিক ভাবে তার প্রয়োজনীয় চিকিৎসা শুরু হলেও তাকে বাঁচানো যায়নি। র‌্যাব নীলফামারী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক (ভারপ্রাপ্ত) ও সহকারী পরিচালক হালিউজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তিন বছরেরও বেশি সময় ধরে এই ক্যাম্পে সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন।

তিনি জানান, র‌্যাব ক্যাম্পের একটি গাড়িতে করে তার মরদেহ যশোরের নিজ বাড়িতে পৌঁছে দিয়ে আসা হবে। সাথে র‌্যাবের কর্মকর্তাগণ থাকবেন।

 


   আরও সংবাদ