ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

রাঙ্গাবালীতে বিনামূল্যে সার-বীজ বিতরণের উদ্বোধন


প্রকাশ: ২ ডিসেম্বর, ২০২০ ২০:৪৫ অপরাহ্ন


রাঙ্গাবালীতে বিনামূল্যে সার-বীজ  বিতরণের উদ্বোধন

রাঙ্গাবালী থেকে এম এ ইউসুফ আলী: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায়  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামুল্যে বীজ ও রাসয়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলতায়ন কক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ আয়োজন করা হয়।

জানা গেছে, প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে  ২০২০-২১ অর্থবছরে কৃষি পুনর্বাসনের আওতায় ১৮০০ জন  এবং প্রণোদনা কর্মসূচির আওতায় ২৯১৫জন কৃষককে গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, মশুর,খেশারী, টমেটো, মুগডাল উৎপাদন বৃদ্ধির লক্ষে বিনামূল্যে বীজ ও রাসয়নিক সার বিতরণ করা হবে। তাই উপজেলা বিভিন্ন এলাকা থেকে আসা ৩৫ জন কৃষক বিনামূল্যে বীজ-সার বিতরণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উপজেলা পরিষদ  চেয়ারম্যান ডা. জহির উদ্দিন আহম্মেদের  সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম ও রাঙ্গাবালীর সদর ইউপি চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন খাঁন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,  উপজেলা সহকারী প্রোগ্রামার মাসুদ হাসান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রিপন খন্দকার, সহকারী শিক্ষা কর্মকর্তা কামাল হোসেন ও  উপজেলা মৎস কর্মকর্তা আনয়োরুল হক বাবুল প্রমুখ।


   আরও সংবাদ