ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

জলঢাকায় জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০


প্রকাশ: ২ ডিসেম্বর, ২০২০ ২০:০৬ অপরাহ্ন


জলঢাকায় জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০

নীলফামারী থেকে জয়নাল : নীলফামারীর জলঢাকায় জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। আজ বুধবার দুপুরে পৌরশহরের বাস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে বলে জানা গেছে।

প্রতক্ষদর্শীরা জানায়, কদমতলী এলাকার আবু বক্কর সিদ্দিকের পরিবার পৈত্রিক সুত্রে জমির মালিকানা দাবি করে গত মঙ্গলবার সকালে সেখানে টিনসেট চালাঘর তুলে অবস্থা করেন।

এদিকে আজ ওই জমির ক্রয় সুত্রের মালিক  নজরুল ইসলাম দলবদ্ধ হয়ে এসে তাদের সাথে কথা কাটাকাটিতে লিপ্ত হলে একপর্যায়ে উভয় পক্ষে সংঘর্ষে  জড়িয়ে পড়ে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হলে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

তবে এর আগে জমিটি নজরুল ইসলামের দখলে থাকার কথাও জানান প্রতক্ষদর্শীরা।

আহতরা হলেন, আবু বক্কর সিদ্দিক (৫৫), কাজলী (২৫), ওমর ফারুক (২২), আলামিন (২০), সোনালী (২৬), মাজেদা (৩৬) হামিদা (২৪) সহ আরো অনেকে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা গুরতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

 


   আরও সংবাদ