ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

জলঢাকায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবীতে অনশনে প্রেমিকা


প্রকাশ: ২ ডিসেম্বর, ২০২০ ১৯:৫২ অপরাহ্ন


জলঢাকায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবীতে অনশনে প্রেমিকা

নীলফামারী থেকে  জয়নাল : নীলফামারীর জলঢাকায় বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে ৩ দিন ধরে অনশন করছে প্রেমিকা। সোমবার (৩০ নভেম্বর) দুপুর থেকে অনশন শুরু করেন প্রেমিকা মৌ।

জানা গেছে পৌর শহরের  মুদিপাড়া  মন্দির সংলগ্ন এলাকার বাসিন্দা  শ্যামলী রায়ের ছেলে প্রেমিক উজ্জল রায় (২২)। আর প্রেমিকা নীলফামারী সদর উপজেলার  রামনগর গ্রামের বাসিন্দা মধুসূদন দত্তের মেয়ে কলেজ ছাত্রী অনন্যা রায় মৌ। একবছর পূর্বে তাদের পরিচয় হয়।

এই সম্পর্ক ভালোলাগা থেকে ভালোবাসায় পরিণত হয় ধীরে ধীরে সম্পর্কের এক পর্যায়ে দুজনের মধ্যে শারিরিক সম্পর্কও হয়। এরপর ওই কলেজ পড়ুয়া তরুণী প্রেমিকাকে এড়িয়ে চলতে থাকে প্রেমিক উজ্জ্বল।

অনশনরত প্রেমিকা জানান,আমি বিয়ের জন্য অনশন করতেছি। সে আমার মাথায় সিঁদুরও দিয়েছে। এখন যদি সে আমাকে বিয়ে না করে তাহলে আমার আত্মহত্যা ছাড়া কোন উপায় নাই।

এ দিকে  প্রেমিক উজ্জল রায় আত্মগোপনে থাকায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি। কিন্তু তার এক আত্নীয় বলেছেন, এ-ই মেয়ে  অনন্যা  উজ্জলের বোনের বান্ধবী পরিচয়ে এ বাড়িতে এসেছে ও আছে।

পৌরশহরের ৫ নং ওয়ার্ড কাউন্সিলর ফজলুর রহমান হোলাই জানান, এ ঘটনাটির ব্যাপারে উভয় পক্ষের সাথে কথা হয়েছে এবং বিষয়টি যতদ্রুত সম্ভব সামাজিকভাবে মিমাংসা করতে বলা হয়েছে ও চেষ্টা  করছি।


   আরও সংবাদ