ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

আমরা ৯৩ ময়মনসিংহ বিভাগ'র মান্থলি বার্থডে পার্টি অনুষ্ঠিত


প্রকাশ: ২৮ নভেম্বর, ২০২০ ২১:২১ অপরাহ্ন


আমরা ৯৩ ময়মনসিংহ বিভাগ'র মান্থলি বার্থডে পার্টি অনুষ্ঠিত

ময়মনসিংহ প্রতিনিধি : এসএসসি ব্যাচ ১৯৯৩ সালের ময়মনসিংহের শিক্ষার্থীদের ফেইসবুক গ্রুপ আমরা ৯৩ ময়মনসিংহ বিভাগের মান্থলি বার্থডে পার্টি নভেম্বর অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার সন্ধ্যায় বিভাগীয় শহর ময়মনসিংহের দূর্গাবাড়ি রোডস্থ গ্রীণ পার্ক রেস্টুরেন্টে এ ব্যাতিক্রমি বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন হয়।
আমরা ৯৩ ময়মনসিংহ বিভাগের  বন্ধুদের মাঝে নভেম্বর মাসে জন্মগ্রহন করা ১০ বার্থডে বয় ও গার্লকে ফুল, ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

আড্ডা গান ও নাচের মধ্য দিয়ে মান্থলি বার্থডে পার্টি শতাধিক ৯৩ বন্ধুরা উপভোগ করেন।

পরে সম্মিলিতভাবে কাটা হয় কেক ও হয় ডিনার। এমাসের বার্থডে বয় ও গার্লরা হলোশারমিন জাহান শাম্মি, লিপি, আনিসুর রহমান, আনোয়ার হোসেন মিথুন, মোখলেছুর রহমান, এডভোকেট ফরহাদ হোসেন, এডভোকেট শিপলু দাস,   শাহ কামাল, সাইফুল আলম শামীম ও শাহীন।

 


   আরও সংবাদ