ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

চৌগাছায় উদীয়মান সাধু সংঘের উদ্বোধন


প্রকাশ: ২৭ নভেম্বর, ২০২০ ১৮:৪৩ অপরাহ্ন


চৌগাছায় উদীয়মান সাধু সংঘের উদ্বোধন

চৌগাছা থেকে মোঃ ফখরুল ইসলাম:  যশোরের চৌগাছায় উদীয়মান সাধু সংঘ নামে একটি সংগঠনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের কাঁচাবাজারে এই সাধু সংঘের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উদীয়মান সাধু সংঘের ৩১ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে জুমারুল ইসলামকে সভাপতি ও নূর নবীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটির অন্য নেতৃবৃন্দ হলেন সহ-সভাপতি গ্রাম ডাক্তার হারুন, মাহবুর রহমান ও রফিকুল ইসলাম মিন্টু, সহ-সাধারণ সম্পাদক মাস্টার মফিজুর রহমান, শরিফুল ইসলাম ও ফিরোজ মিয়া, সাংগঠনিক সম্পাদক শ্রী অধির কুমার পাল, পরিবেশ বিষয়ক সম্পাদক বজলুর রহমান, অর্থ-সম্পাদক রহমত আলী, দপ্তর সম্পাদক ওলিয়ার রহমান, প্রচার সম্পাদক সিদ্দিক, সাংস্কৃতি সম্পাদক কুদ্দুস। এছাড়াও ১৭ জনকে নির্বাহী সদস্য করা হয়েছে।

কমিটি ঘোষণা শেষে লালনগীতি, বিচ্ছেদ ও বাউল গানের আসর বসানো হয়।


   আরও সংবাদ