ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

ভারতীয় স্যালাইন সহ পাচারকারী আটক


প্রকাশ: ২৬ নভেম্বর, ২০২০ ২০:৪০ অপরাহ্ন


ভারতীয় স্যালাইন সহ পাচারকারী আটক

বেনাপোল থেকে আশানুর রহমান : বেনাপোল সীমান্ত থেকে ভারতীয় ২৪ পিস স্যালাইন সহ জুয়েল রানা (২৩) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ  (বিজিবি) সদস্যরা।

গতকাল বুধবার (২৫ নভেম্বর) ভোরে বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক জুয়েল বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের শাহ আলম রাজার ছেলে। 

আইসিপি বিজিবি সুবেদার আরশাফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল  চেকপোস্ট এলাকার রেজাউল মার্কেটের সামনে পাকারাস্তার উপর থেকে অভিযান চালিয়ে ভারতীয় ২৪ পিস স্যালাইন সহ জুয়েলকে আটক করা হয়।

আটক আসামির বিরুদ্ধে মামলা দিয়ে তাকে  বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।


   আরও সংবাদ