প্রকাশ: ২৬ নভেম্বর, ২০২০ ০৯:১৪ পূর্বাহ্ন
মণিরামপুর (যশোর) সংবাদদাতা : মণিরামপুরে ২০২০-২০২১ অর্থবছরে কন্দাল জাতীয় ফসলের আধুনিক উৎপাদন প্রযুক্তির উপর এক দিনের কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা কৃষক প্রশিক্ষণ হল রুমে দিন ব্যাপি এ প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০ জন কৃষক ও কৃষাণী অংশ গ্রহণ করেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এবং উপজেলা কৃষি অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালাটি উপজেলা কৃষি অফিসার হীরক কুমার সরকার পরিচালনা করেন। সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন উপ- সহকারী কৃষি কর্মকর্তা ইকবাল হোসেন। শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।