প্রকাশ: ২২ নভেম্বর, ২০২০ ১২:২৭ অপরাহ্ন
চৌগাছা মোঃ ফখরুল ইসলাম: যশোরের চৌগাছায় শ্বশুর বাড়িতে এসে জহুরুল ইসলাম নুনু (২৮) নামে এক ব্যক্তি বিষপানে আত্মহত্যা করেছেন। তিনি জেলার ঝিকরগাছা উপজেলার মাগুরা ইউনিয়নের জয়রামপুর গ্রামের ঠান্ডু মিয়ার ছেলে।
জানা যায়, দুই মাস আগে চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আবু জাফরের মেয়ে তাহেরা খাতুনের সাথে জহুরুল ইসলামের বিয়ে হয়। কিন্তু শুরু থেকেই তাহেরা খাতুন তার শ্বশুর বাড়িতে যেতে অস্বীকার করেন। তাকে বেশ কয়েকবার জোরপূর্বক শ্বশুর বাড়িতে পাঠানো হয়। গত ১৫ দিন মত আগে শ্বশুর বাড়ি গিয়ে তাহেরা খাতুন খাওয়া দাওয়া বন্ধ করে দেন। সে সময় তার ননদ তাকে রঘুনাথপুর রেখে যান।
আজ শনিবার সকালে জহুরুল ইসলাম তার স্ত্রীকে নিতে শ্বশুর বাড়িতে আসেন । দুপুরে খাওয়া দাওয়ার পর তিনি তার স্ত্রীকে নিয়ে যেতে চাইলে তাহেরা খাতুন শ্বশুর বাড়ি যেতে অস্বীকার করেন। এক পর্যায়ে বিকাল চারটার দিকে জহুরুল ইসলাম সবার অগোচরে বিষপান করেন।
পরে তাকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় জরুরী বিভাগের চিকিৎসক আছিফ রায়হান তাকে মৃত ঘোষণা করেন।
সংবাদ পেয়ে জহুরুল ইসলামের পরিবারে লোকেরা হাসপাতালে এসে এ মৃত্যুকে স্বাভাবিক মনে না করে চৌগাছা থানায় অভিযোগ করলে পুলিশ লাশ হেফাজতে নেয়।
চৌগাছা থানার ডিউটি অফিসার এএসআই বাবুল আক্তার জানান, লাশ ময়নাতদন্তের জন্য আগামীকাল যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হবে।
মৃত জহুরুল ইসলামের শশুর আবু জাফর বলেন, মেয়েটা শ্বশুর বাড়ি যেতে না চাওয়ায় জামাইকে আমরা ফিরে যেতে বলি। কিন্তু সে ফিরে না গিয়ে বিষপান করে আত্মহত্য করে।