ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

চৌগাছায় গাছের সাথে এ কেমন শত্রুতা!


প্রকাশ: ২০ নভেম্বর, ২০২০ ২৩:২৯ অপরাহ্ন


চৌগাছায় গাছের সাথে এ কেমন শত্রুতা!

চৌগাছা থেকে মোঃ ফখরুল ইসলাম: যশোরের চৌগাছা উপজেলার ভাদড়া গ্রামে এক কৃষকের ২৫ কাঠা জমির পেয়ারা বাগানের প্রায় ৫/৭ মন পেয়ারা রাতের আধারে চুরি করে নিয়ে গেছে কে বা কারা। শুধু তাই নয় কাপুরুষোচিত ভাবে ওই বাগানের প্রায় ৪০টি পেয়ারা এবং ১টি কুলের গাছ কেটে সাবাড় করে রেখে গেছে অজ্ঞাত ওই দূর্বৃত্তরা।

 বুধবার রাতের কোন এক সময়ে উপজেলার ভদড়া গ্রামের রেজাউল করিমের গ্রামের মাঠের পেয়ারা বাগান এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার অন্য একটি জমিতে কাজ করার সময় স্থানীয় একজন তাকে খবর দিলে ক্ষেতে গিয়ে তিনি এই সর্বনাশ দেখতে পান।

কৃষক রেজাউল করিম বলেন, সকালে অন্য একটি জমিতে কাজ করার সময় একজন এসে বলে তোমাদের ওই ক্ষেতের গাছ কেউ কেটে ফেলে রেখে গেছে। সেখানে গিয়ে দেখি তারা গাছের প্রায় ৫/৭ মন পেয়ারা পেড়ে নিয়ে গেছে এবং প্রায় ৪০টি পেয়ারা ও ১টি কুলের গাছ কেটে নষ্ঠ করে রেখে গেছে। তিনি জানান গাছগুলির বয়স ২ বছর কয়েক মাস হয়েছে৷ অর্থাৎ এখন গাছে পেয়ার ধরার পূর্ণাঙ্গ বয়স হয়েছে। তিনি জানান এতে তার বিরাট ক্ষতি হয়ে গেছে। তিনি বলেন কারো সাথে আমার ব্যক্তিগত বিরোধ নেই। আর যদি থাকেও তাহলে ব্যক্তিগত রাগ বা মতবিরোধে কেউ যেন এভাবে কারো ক্ষতি না করেও পারতেন। কোন কারনেই যেন কারো রিজিকের উপর কেউ এভাবে আক্রমণ না করেন

 


   আরও সংবাদ