ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

মণিরামপুরে নবনির্মিত বিএডিসি ভবনের উদ্বোধন


প্রকাশ: ১৯ নভেম্বর, ২০২০ ২২:৪৯ অপরাহ্ন


মণিরামপুরে নবনির্মিত বিএডিসি ভবনের উদ্বোধন

মণিরামপুর সংবাদদাতাঃ মণিরামপুরে প্রায় ৯৮ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত বিএডিসি (কৃষি উন্নয়ন কর্পোরেশন) ইউনিট অফিস ভবনের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে এলজিআরডি মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ভবনের শুভ উদ্বোধন করেন।

এ উপলক্ষ্যে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিএডিসি যশোর সার্কেলের তত্তাবধায়ক প্রকৌশলী আব্দুল্লাহ আল রশিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও  পৌর মেয়র  অধ্যক্ষ কাজী মাহমুদল হাসান, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার প্রমূখ।

এদিন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য উপজেলার কাশিমনগর ও ভোজগাতি ইউনিয়নে দুইটি কমিউনিটি কিনিকের উদ্বোধন করেন।


   আরও সংবাদ