প্রকাশ: ১৭ নভেম্বর, ২০২০ ২১:০৪ অপরাহ্ন
মণিরামপুর থেকে মোঃ আব্বাস উদ্দীন: মানুষ যাকে ভালবাসে সৃষ্টিকর্তাও তাকে ভালবাসেন। (কোভিড-১৯) করোনা জয়ী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি তাঁর নির্বাচনী এলাকা যশোর-৫,মণিরামপুর উপজেলার জনগনের ভালবাসায় সিক্ত হয়ে উপরোক্ত প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
মঙ্গলবার বিকেলে মণিরামপুর পাট গবেষনা উপকেন্দ্র প্রাঙ্গণে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত কৃতজ্ঞতা প্রকাশ,দোয়া ও প্রার্থনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি আরও বলেন, মণিরামপুরের জনগন ভোট দিয়ে আমাকে বারবার নির্বাচিত করায় আমি মণিরামপুরবাসীর প্রতি চিরকৃতজ্ঞ ও ঋণী। এমনিভাবে স্ব-পরিবারে আমি করোনা আক্রান্ত হওয়ার পর মণিরামপুরের জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের অকৃত্রিম শ্রদ্ধা,ভক্তি,ভালবাসা তথা ও দোয়া এবং আশির্বাদে আমি ও আমার পরিবার মৃত্যুর সন্ধিক্ষণ থেকে ফিরে আজ ফিরে আসতে পেরে মহান সৃষ্টিকর্তা ও দেশবাসি তথা মণিরামপুরবাসীর প্রতি আমি আর একবার কৃতজ্ঞতা প্রকাশ করছি। মণিরামপুরবাসীর কাছে আমি আর একবার ঋণী হয়ে গেলাম।
এই ঋণ শোধ করার জন্য আমি অতীতের ন্যায় আমৃত্যু মণিরামপুরবাসীর কল্যাণ ও উন্নয়নে কাজ করে যাব বলে অঙ্গীকার ব্যক্ত করছি। মহামারী করোনা’র ভীতিকে উপেক্ষা করে যারা জীবনের মায়া ত্যাগ করে হাসপাতালে আমার ও আমার পরিবারের পাশে দাঁড়িয়েছেন,খোঁজ খবর নিয়েছেন-এ জন্য আমি সকলের প্রতি চির কৃতজ্ঞ। আমার প্রতি মানুষের অকৃত্রিম ভালবাসা দেখে আমি অভিভুত হয়েছি। আজ এই অনুষ্ঠানে বিশাল উপস্থিতি আমাকে আরও বেশি আবেগ আপ্লুত করেছে।
তিনি নিজের অজান্তে যদি কোন ত্রæটি করেও থাকেন তার জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেন। পাশাপাশি সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ করে মণিরামপুরের উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখার জন্য তিনি অঙ্গীকার ব্যক্ত করেন। মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি ও তাঁর পরিবার করোনা আক্রান্ত হওয়ায় তাদের দ্রæত আরোগ্য লাভে মণিরামপুর উপজেলার জাতি, ধর্ম,বর্ণ নির্বিশেষে সকল স্তরের মানুষ সৃষ্টিকর্তার কাছে দোয়া ও প্রার্থনা করায় মণিরামপুরবাসীকে গভীর ভালবাসাসহ কৃতজ্ঞতা প্রকাশ ও প্রার্থনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান।
উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রভাষক ফারুক হোসেনের পরিচালনায় এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মণিরামপুর সরকারী কলেজের অধ্যক্ষ জি.এম রবিউল ইসলাম ফারুকী, উপজেলা আওয়ামীলীগেরে সিনিয়র সদস্য আবুল কালাম আজাদ, সাবেক উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম কুমার চক্রবর্ত্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, মণিরামপুর প্রেসকাবের সাধারন সম্পাদক মোতাহার হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর প্যানেল মেয়র কামরুজ্জামান কামরুল, তরুণ আওয়ামীলীগনেতা এ্যাড. বশির আহম্মেদ খান, ইউপি চেয়ারম্যান শামসুল হক মন্টু, গাজী মোহাম্মাদ আলী, মণিরামপুর বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি রতন কুমার পাল, উপজেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক স.ম আলাউদ্দীন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মুরাদুজ্জামান মুরাদ, ছাত্রলীগ নেতা হাদিউজ্জামান ফয়সাল প্রমুখ।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যক্ষ মাওঃ কে.এম মজিজুর রহমান। অনুষ্ঠানে মন্ত্রীর একান্ত ব্যক্তিগত সহকারী খান কবির হোসেন, গাজী আসাদুজ্জমানসহ উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন ও পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ী ,সাংবাদিকসহ বিভিন্ন পেশা-শ্রেণির বিপুল সংখ্যক জনগন উপস্থিত ছিলেন।