প্রকাশ: ১৭ নভেম্বর, ২০২০ ২০:৫৩ অপরাহ্ন
মণিরামপুর সংবাদদাতা: মণিরামপুরের খেদাপাড়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মোহন্ততলা কালী মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে শ্যামাপূজা অনুষ্ঠিত হয়েছে।
মণিরামপুর সংবাদদাতা: মণিরামপুরের খেদাপাড়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মোহন্ততলা কালী মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে শ্যামাপূজা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সনাতন যুব সংঘের উদ্যোগে অনুষ্ঠিত ধর্মীয় নিয়ম-কানুনের সাথে বিভিন্ন প্রকারের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ পূজা সম্পন্ন হয়। পূজার শেষ দিনে কীর্তন, সংগীত, নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ৭নং খেদাপাড়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শহিদুল ইসলাম গাজী।
এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রঘুনাথপুর গ্রামের কৃতী সন্তান কুয়েত আইসিটি মন্ত্রনালয়ের প্রোগ্রামার কর্মকর্তা সত্য রঞ্জন সরকার (অবঃ), মণিরামপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক অশোক কুমার বিশ্বাস, খেদাপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলমগীর হোসেন, পূজা কমিটির সভাপতি অমিত কুমার বিশ্বাস, সম্পাদক অমেলেন্দু বিশ্বাস, যুবলীগ নেতা আমির হোসেন, পলাশ কুমার ঘোষ, স্থানীয় সমাজসেবক সাধন কুমার বিশ্বাস, সমীর কুমার সরকারসহ স্থানীয় সূধী ও এলাকাবাসি।