ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

শার্শায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক


প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২০ ২১:২৯ অপরাহ্ন


শার্শায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

বেনাপোল থেকে আশানুর রহমান আশা:  যশোরের শার্শায় ৬ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

রবিবার (১৫ নভেম্বর) রাতেশার্শা থানার ছোট মান্দারতলা গ্রাম থেকে তাদের আটক করে শার্শা থানা পুলিশ।

আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার সরবাংহুদা (মাঠপাড়া) গ্রামের মৃতঃ আঃ সামাদ মীরের ছেলে জিন্নাত মিয়া (৫৪) ও কোতয়ালী থানার মৃতঃ নুর মোহাম্মদের ছেলে এসকেন্দার আলী (৪৪)।

পুলিশ জানায়, গোপন সংবাদে জানা যায়, মাদক ব্যবসায়ীরা বিপুল পরিমাণ মাদকের চালান নিয়ে এসে শার্শা থানার ছোট মান্দারতলা গ্রামস্থ বাহাদুরপুর টু ছোট মান্দারতলা গামী রোডের নবিছ উদ্দিনের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর অবস্থান করছে। এমন খবরে এএসআই আঃ কুদ্দুছ হাওলাদার সেখানে অভিযান চালিয়ে ৪ পোটলা গাঁজা (ওজন ৬ কেজি) সহ তাদের আটক করে।
আটককৃত গাঁজার মূল্য আনুমানিক দুই লক্ষ চল্লিশ হাজার টাকা বলে জানায় পুলিশ।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাদেরকে যশোর আদালতে পাঠানো হয়েছে।


   আরও সংবাদ