ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে যশোরের তিন নেতা


প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২০ ২২:৪৯ অপরাহ্ন


যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে যশোরের তিন নেতা

চৌগাছা থেকে মোঃ ফখরুল ইসলাম :  যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে যশোরের ঝিকরগাছার সন্তান আনোয়ার হোসেনকে প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। মণিরামপুরের জয়দেব নন্দী পেয়েছেন প্রচার সম্পাদকের পদ। আর চৌগাছার অমিত কুমার বসু যুবলীগের সদস্য হয়েছেন।

আনোয়ার হোসেন যুবলীগের আগের কমিটির কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক পদে ছিলেন। আর জয়দেব নন্দী ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি। অমিত কুমার বসু এর আগে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। এছাড়া তিনি বর্তমানে চৌগাছা উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পদকের দায়িত্বে আছেন।

শনিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের কাছে পূর্ণাঙ্গ কমিটির তালিকা হস্তান্তর করেন।


   আরও সংবাদ