ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

শার্শায় গাঁজা ও ইজিবাইক সহ দুই কিশোর আটক


প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২০ ১৮:০৭ অপরাহ্ন


শার্শায় গাঁজা ও ইজিবাইক সহ দুই কিশোর আটক

বেনাপোল থেকে আশানুর রহমান : যশোরের শার্শা থেকে ১কেজি গাঁজা ও একটি ইজিবাইক সহ দুই কিশোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) শার্শা জেলেপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার সাদিপুর (পশ্চিমপাড়া) গ্রামের আজগার আলীর ছেলে আরিফ হোসেন (১৭) ও একই এলাকার সাংগীর হোসেনের ছেলে সুজন হোসেন (১৭)।

পুলিশ জানায়, মাদক পাচারের গোপন সংবাদে, শার্শা থানার জেলেপাড়া গ্রামস্থ ছোট মান্দারতলা টু শার্শা বাজার গামী রাস্তার মমিন মোড়লের বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে অভিযান চালিয়ে ১কেজি গাঁজা ও একটি ইজিবাইক সহ তাদের আটক করা হয়। 

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাদেরকে যশোর আদালতে পাঠানো হয়েছে।


   আরও সংবাদ