প্রকাশ: ১২ নভেম্বর, ২০২০ ২০:০৯ অপরাহ্ন
মণিরামপুর সংবাদদাতা: মাস্ক পরিধান করুন সেবা নিন, এমন শ্লোগানকে সামনে রেখে মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে রা পেতে সচেতনতামূলক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার দুপুরে কৃষি ব্যাংক মণিরামপুর শাখার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
ব্যাংক সংলগ্ন পৌর শহরের দূর্গাপুর মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন কৃষি ব্যাংক মণিরামপুর শাখা ব্যাবস্থাপক উজ্জ্বল বর্মন, সিনিয়র অফিসার শহিদুল ইসলাম, কাজী মনজুর ইলাহী আকাশ, ব্যাংক কর্মকর্তা মুনসুর আলী, দীপাঞ্জন দাস, বাসুদেব কুমার দাস, অজয় কুমার মুখার্জী, মিঠুন কুমার চ্যাটার্জী, মাহামুদুর রহমান, রইচ উদ্দীন প্রমুখ।