প্রকাশ: ১০ নভেম্বর, ২০২০ ১৯:৫৬ অপরাহ্ন
মণিরামপুর (যশোর) সংবাদদাতা : ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বিপুল সংখ্যক দর্শক সমাগমের মধ্য দিয়ে মণিরামপুরের বাকোশপোল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে ৮ দলীয় নাইট ফুটবল টুর্ণামেন্ট -২০২০ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সন্ধা থেকে গভীর রাত অবধি বাকোশপোল মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে এ খেলা অনুষ্ঠিত হয়। নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত এ খেলার ফাইনালে কাশিমনগর ফুটবল একাদশ ২-১ গোলের ব্যবধানে গয়েশপুর একতা সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন।
মণিরামপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বাকোশপোল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইয়াকুব আলী গাজীর সভাপতিত্বে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান, জালঝাড়া সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার সভাপতি অধ্যাপক আব্দুল গণি, তন্ময় কুমার দাস প্রমুখ।