ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

মণিরামপুরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ শীর্ষক মতবিনিময় সভা


প্রকাশ: ১০ নভেম্বর, ২০২০ ১৯:৫২ অপরাহ্ন


মণিরামপুরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ শীর্ষক মতবিনিময় সভা

মণিরামপুর (যশোর) সংবাদদাতা : ‘নারীর প্রতি সহিংসতা ও মাদককে না বলি, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে মণিরামপুর প্রেসক্লাবে ক্রমবর্ধমান নারী নির্যাতন, যৌন হয়রানী ও মাদক প্রতিরোধে করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগিতায় ‘চবড়ঢ়ষব অমধরহংঃ ঠরড়ষবহপব ঊাবৎুযিবৎব(চঅঠঊ)’ প্রকল্পের পিএফজি (পিস ফ্যাসিলিটেটর গ্রæপ) ও সুজন-সুশাসনের জন্য নাগরিক, মণিরামপুর উপজেলা কমিটির উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হোসেন। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমশিনার (ভূমি) মোঃ খোরশেদ আলম চৌধুরী। সুজন-সুশাসনের জন্য নাগরিক উপজেলা কমিটির সভাপতি ও পিএফজি’র কো-অর্ডিনেটর অধ্যাপক আব্বাস উদ্দীন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। 

এ মতবিনিময় সভায় মণিরামপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও সুজন উপজেলা কমিটির উপদেষ্টা অরুন কুমার নন্দন, পিএফজি’র পিস এ্যাম্বাসেডর আসাদুজ্জামান রয়েল, পিস এ্যাম্বাসেডর ও প্রধান শিক্ষক আব্দুল মান্নান, পিস এ্যাম্বাসেডর ও পৌর কাউন্সিলর গীতা রানী কুন্ডু, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি মণিরামপুর উপজেলা কমিটির সভাপতি প্রধান শিক্ষক প্রভাষ চন্দ্র দাস, পিএফজি’র সদস্য অধ্যাপক এম.আলাউদ্দীন, অধ্যাপক বাবুল আকতার, প্রভাষক নুরুল হক, প্রভাষক সঞ্জয় কুমার দে, পৗর কাউন্সিলর পারভীনা আকতার প্রভাষক হাচিনা আকতার কাকলী, সুরাইয়া নার্গিস, শিক্ষক অশেক কুমার বিশ্বাস, লাভলী খাতুন,দি হাঙ্গার প্রজেক্ট এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর গিয়াস উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন এবং মূল্যবান পরামর্শমূলক বক্তব্য উপস্থাপন করেন। 


   আরও সংবাদ