ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

ময়মনসিংহ ট্যাক্সেস বারের উদ্যোগে তথ্য সেবা কেন্দ্রের উদ্বোধন


প্রকাশ: ১০ নভেম্বর, ২০২০ ১৪:৩৭ অপরাহ্ন


ময়মনসিংহ ট্যাক্সেস বারের উদ্যোগে তথ্য সেবা কেন্দ্রের উদ্বোধন

ময়মনসিংহ প্রতিনিধি : কর দাতাদের আয়কর রিটার্ন ফরম পূরণে সহযোগিতার জন্য ময়মনসিংহ ট্যাক্সেস বারের উদ্যোগে আয়কর তথ্য সেবা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।

গতকাল সোমবার দুপুরে ময়মনসিংহ বিভাগীয় শহরে অমৃত বাবু রোডস্থ ট্যাক্সেস বার ক্যাম্পাসে কেন্দ্রটি উদ্বোধন করেন বাংলাদেশ ট্যাক্সেস ল'ইয়ার্স এসোসিয়েশনের উপ মহাসচিব এডভোকেট সাদিক হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন বারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুন আল রশিদ সাধারণ সম্পাদক সজল ইসলাম রতন সাবেক সভাপতি সৈয়দ ফেরদৌছুর রহমান অডিটর আবু সিদ্দিক সিনিয়র সদস্য ফখরুজ্জামান, আব্দুল হালিম কার্যনির্বাহী সদস্য মনোয়ার হোসেন খান, নজরুল ইসলাম ইসমাঈল, এড. আবুল হাসনাত খান, অমিত চৌধুরী, পূর্ণেন্দু তালুকদার, আজিজুল হাই সোহাগ, আবু নোমান রাশেদ, আক্তারুজ্জামান টারুজ, সামিউল মোহিত তায়িব, রোকনোজ্জামান রুকন, শামসুল হক প্রমূখ। 

উদ্বোধনী বক্তব্যে এড. সাদিক হোসেন বলেন, বৈশ্বিক মহামারি করোনা কালে অন্যান্য বছরের মতো এবার কর মেলা না হওয়ায় করদাতাদের সহযোগিতার তথ্য কেন্দ্র স্থাপন সময়ের দাবি। 

ময়মনসিংহ ট্যাক্সেস বারের কর আইনজীবীদের পেশাগত দায়িত্বের পাশাপাশি সেবামূলক এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় যা কর দাতাদের কাছে আশা আলো হিসেবে কাজ করবে।   


   আরও সংবাদ