ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

বেনাপোলে জাল টাকা সহ এক নারী আটক


প্রকাশ: ১০ নভেম্বর, ২০২০ ১৪:৩৩ অপরাহ্ন


বেনাপোলে জাল টাকা সহ এক নারী আটক

বেনাপোল থেকে আশানুর রহমান : যশোরের বেনাপোলে চার হাজার জাল টাকার নোট সহ লিপি খাতুন (৩৫) নামে এক নারীকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) রাতে বেনাপোল বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক লিপি বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের মতিয়ার রহমানের স্ত্রী। 
 
বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এএসআই মুরাদ জানান, গোপন সংবাদে, জাল টাকা দিয়ে কেনাকাটার সময় বেনাপোল বাজার থেকে অভিযান চালিয়ে ৪ টি ১হাজার টাকার জাল নোট সহ তাকে আটক করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, আটক নারীর বিরুদ্ধে মামলা দিয়ে  তাকে  যশোর আদালতে পাঠানো হয়েছে।


   আরও সংবাদ