ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

চৌগাছায় ধানক্ষেত থেকে কৃষকের লাশ উদ্ধার


প্রকাশ: ৯ নভেম্বর, ২০২০ ১৬:০১ অপরাহ্ন


চৌগাছায় ধানক্ষেত থেকে কৃষকের লাশ উদ্ধার

চৌগাছা  থেকে  ফখরুল ইসলাম: যশোরের চৌগাছার দক্ষিণ কয়ারপাড়া গ্রামের মাঠে নিজ ধানক্ষেত থেকে পিকুল হোসেন (৩২) নামে এক কৃষকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।

তিনি উপজেলার  দক্ষিণ কয়ারপাড়া গ্রামের বাসিন্দা। দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যার পর লাশটি ধানক্ষেতেই ফেলে গেছে বলে জানিয়েছেন চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব।

রবিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ। সোমবার সকালে সেটি ময়নাতদন্তের জন্য যশোর  জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের পিতা সাখাওয়াত হোসেন জানান, রবিবার দুপুরের  খেয়ে তার ছেলে বাড়ি থেকে ধানের ক্ষেতে যায়। এরপর সন্ধ্যা পেরিয়ে গেলেও বাড়িতে না ফেরায় তাকে খুঁজাখুজি শুরু করে পরিবারের লোকজন। একপর্যায়ে রাত দশটার দিকে নিজেদের ধানক্ষেতে কুকুরের আনাগোনা দেখে সেখানে গিয়ে পিকুলের লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

নিহতের পিতা সাখাওয়াত হোসেন বলেন, ৪জন মিলে আমার ছেলেকে হত্যা করেছে। তাদের ছাগল-গরুতে আমাদের ক্ষেতের ধান খাওয়া নিয়ে বিরোধ ছিল। রবিবার দুপুরেও তাদের সাথে এ নিয়ে কথাকাটাকাটি হয়। ঘটনার আগের দিন এবং তার দুদিন আগেও এসব নিয়ে বাক-বিতণ্ডা হয়।

তিনি বিলাপ করে কয়েকজনের নাম ধরে বারবার বলছিলেন, আমার ছেলেকে তারাই  মেরেছে।

স্থানীয়রা জানিয়েছেন এঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য গ্রামের শরিফুল ও আরিফুল নামে দুইজনকে পুলিশ হেফাজতে নিয়েছে।

চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা কি কারণে তাকে হত্যা করেছে তা জানা যায়নি।  এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে বলেও জানান তিনি।

 


   আরও সংবাদ