ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

মণিরামপুরে ছুরিকাঘাত করে ব্যবসায়ীর টাকা ছিনতাই

মণিরামপুরে ছুরিকাঘাত করে ব্যবসায়ীর টাকা ছিনতাই

প্রকাশ: ৮ নভেম্বর, ২০২০ ২১:১৬ অপরাহ্ন


মণিরামপুরে ছুরিকাঘাত করে ব্যবসায়ীর টাকা ছিনতাই

মণিরামপুর সংবাদদাতা : মণিরামপুরে ছরিকাঘাত করে নারায়ন দাস (৬৫) নামের এক ব্যবসায়ীর কাছ থেকে ৩০ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ৭ টার দিকে পৌরশহরের তাহেরপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত নারায়ন দাসকে যশোর আড়াইশ’ শয্যা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

নারায়ন দাস ওই গ্রামের মৃত নুকুল চন্দ্র দাসের ছেলে। খবর পেয়ে থানার ওসিসহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নারায়ন দাসের ছেলে সঞ্জয় দাস জানান, তাদের মুড়ি ও তেলের ব্যবসা রয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানের পিছনেই তাদের বাড়ি। ঘটনার কিছুক্ষণ আগে বাবা টাকা ভর্তি ব্যাগ নিয়ে দোকান থেকে বের হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে পূর্ব থেকেই ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা বাবার গতিরোধ করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। এসময় দুর্বৃত্তদের দিকে টর্স লাইট মারলে দুর্বৃত্তরা বাবার বুকে ও হাতে ছুরিকাঘাত করে টাকার ব্যাগ নিয়ে দ্রæত পালিয়ে যায়। ব্যবসায়ীর স্বজনরা গুরুতর  আহত অবস্থায় মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য যশোর আড়াইশ’ শয্যা হাসপাতালে প্রেরন করেন।

মণিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা করা হচ্ছে।


   আরও সংবাদ