ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

বেনাপোল সীমান্তে ফেনসিডিল উদ্ধার


প্রকাশ: ৮ নভেম্বর, ২০২০ ২০:৫৪ অপরাহ্ন


বেনাপোল সীমান্তে ফেনসিডিল উদ্ধার

বেনাপোল থেকে আশানুর রহমান আশা: যশোরের বেনাপোল সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ১৪৬ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৭ নভেম্বর) রাতে বেনাপোল পোর্ট থানার মহিষাডাঙ্গা গ্রাম থেকে এ ফেনসিডিল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে, বেনাপোল পোর্ট থানার এসআই রোকনুজ্জামান সংগীয় ফোর্স নিয়ে বেনাপোল পোর্ট থানাধীন মহিষাডাঙ্গা গ্রামস্থ নুরুজ্জামান এর মুদি দোকানের সামনে ইটের রাস্তার উপর থেকে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায়  ১৪৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, এবিষয়ে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। মামলা নং-১৩, তাং- ০৭/১১/২০২০।


   আরও সংবাদ