প্রকাশ: ৮ নভেম্বর, ২০২০ ১২:১২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সাংগঠনিক দক্ষতা ও সমাজ সেবায় কঠোর ভূমিকা রাখায় মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ডে পেলেন বাংলাদেশ তাঁতী লীগ নীলফামারী জেলা শাখার সভাপতি দেওয়ান সেলিম আহমেদ।
আজ শনিবার (৭ নভেম্বর) রাজধানীর পল্টন টাওয়ারে ইকোনোমিক রিপোর্টাস ফোরাম মিলনয়তনে, বিকেল চার টায় মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড হাতে তুলে দেন আয়েজকরা। সাংগঠনিক দক্ষতা ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য এই স্বীকৃতি পেলেন নীলফামারী জেলা তাঁতী লীগের সভাপতি দেওয়ান সেলিম।
এসময় নীলফামারী জেলা তাঁতী লীগ সভাপতি দেওয়ান সেলিম আহমেদ প্রতিবেদকে বলেন। জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস্ ও আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশনকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। সেই সাথে নীলফামারী জেলা তাঁতী লীগের সকল নেতাকর্মীদের অন্তরের অন্তর স্থল থেকে ধন্যবাদ জানাই।
এসময় দেওয়ান সেলিম তার বক্তিতায় বলেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য আসাদুজ্জামান নূর ও নীলফামারী জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদের নির্দেশনায়। করোনা কালে আমার এলাকার গরিব ও অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যদ্রব্যসহ প্রয়োজনীয় সকল কিছু আমার নিজ অর্থায়নে মানুষের মাঝে বিতরণ করেছি। আমার পরিবারের সদস্যদের নিয়ে আমি দিন-রাত জীবন বাজি রেখে কাজ করেছি।
করোনা কালে মানুষের জন্য কাজ করতে গিয়ে মরণব্যাধি করোনা ভাইরাসে আমি নিজে আক্রান্ত হই। তবে আল্লাহ রাববুল আলামীনের অশেষ রহমতে ও সকলের দোয়ায় আমি করোনাকে হারিয়ে জয় লাভ করি। এবং সুস্থ হয়েই আবারও মাঠে ফিরে মানুষের কল্যাণে কাজ শুরু করি।
উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন। সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদ। আওয়ামীলীগ নেতা ব্যরিস্টার জাকির আহমেদ। সভাপতি ভোক্কা অধিকার রক্ষা আন্দোলন মো. আতা উল্লাহ খান। চোয়ারম্যান জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস্ এড, মোঃ মনির হোসেন। আলোকিত বাংলার মুখ ফাউন্ডেশনের চোয়ারম্যান শাহ আলম চুন্নু। জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস্ এর মহাসচিব এম এইচ আরমান চৌধুরী।