প্রকাশ: ৭ নভেম্বর, ২০২০ ২২:০৭ অপরাহ্ন
মণিরামপুর সংবাদদাতা: মণিরামপুর উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও প্রবীণ আইনজীবি মরহুম এ্যাড. আব্দুল লতিফ স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলা জাপা কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন উপজেলা জাপার সভাপতি এম,এ হালিম।
রোহিতা ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাফিজুর রহমানের পরিচালনায় উক্ত স্মরণ সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা জাতীয় পার্টির সভাপতি অধ্যাপক রেজাউল ইসলাম, মণিরামপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এ্যাড. হাবিবুর রহমান, যশোর জেলা কৃষক পার্টির সভাপতি মঈন উদ্দীন খান, সাবেক ইউপি চেয়ারম্যান আজগর আলী, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক বজলুর রহমান, কেন্দ্রীয় ছাত্র সমাজের সমাজকল্যাণ সম্পাদক জাকির হোসেন বাবু, উপজেলা যুব সংহতির সভাপতি ইস্রাফিল কবীর মিন্টু, সাবেক ইউপি মেম্বর শফি সম্রাট, জাতীয় পার্টির নেতা শাহজাহান আলী, শরিফুল ইসলাম, তৌহিদুর রহমান, মফিজুর রহমান প্রমুখ।