প্রকাশ: ৭ নভেম্বর, ২০২০ ২২:০৩ অপরাহ্ন
চৌগাছা থেকে ফখরুল ইসলাম: বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ শ্লোগান সামনে রেখে যশোরের চৌগাছায় ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
আজ শনিবার বেলা ১১টায় জাতীয় সমবায় উপলক্ষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।আলোচনা সভা শেষে সমবায়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
স্বপ্ন দেখা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ সভাপতি বিএম শফিকুজ্জামান রাজুর সভাপতিত্বে ও উপজেলা সমবায় পরিদর্শক জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান। বিশেষ অতিথির বক্তৃতা করে উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী এম এনামুল হক, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক দেবাশীষ মিশ্র জয়, মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার পপি।
অন্যান্যের মধ্যে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, উপজেলা বিআরডিবি প্রকল্প কর্মকর্তা শিপ্রা রাণি ঘোষ বক্তৃতা করেন। সমবায়ীদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ সমবায় সমিতির সভাপতি শামনুর রহমান, বেড়গোবিন্দপুর মৎসজীবি সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ইন্দ্রজিৎ রায়, সাধারণ সম্পাদক ইমরান হোসেন, সাংবাদিক ও শ্যামল দত্ত প্রমুখ।