প্রকাশ: ৬ নভেম্বর, ২০২০ ২১:৩২ অপরাহ্ন
মণিরামপুর সংবাদদাতা : ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ) এর ব্যাঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে যশোরের মণিরামপুর উপজেলার কাশিপুর দরবার শরীফের উদ্যোগে কয়েক গ্রামের হাজারো ধর্মপ্রাণ মানুষ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন।
প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, যারা মহানবীকে নিয়ে ব্যাঙ্গচিত্র প্রকাশ করেছে তারা নাস্তিক ছাড়া আর কিছুই না।
আল্লাহর এই পৃথিবীতে যারা এমন ঘটনার জন্ম দিবে তারা ধ্বংস হয়ে যাবে। ফ্রান্সের সকল পণ্য বাংলাদেশে বর্জনের জন্য সরকারের নীতি-নির্ধারকসহ মুসলমানদের প্রতি আহ্বান জানান বক্তারা।
বিশ্ব নবীকে নিয়ে ব্যাঙ্গচিত্র প্রকাশকারীরা ইসলামের দুষমন। গত শুক্রবার (৬ নভেম্বর) বাদ জুমআ মণিরামপুর উপজেলার কাশিপুর দরবার শরীফের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি কাশিপুর সিদ্দিকীয়া আলিম মাদরাসা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মণিরামপুর-রাজগঞ্জ সড়কের কাঠালতলা বাজার থেকে পাড়দিয়া বাজারের স্কুল মাঠে যেয়ে শেষ হয়। পরে পাড়দিয়া স্কুল মাঠে সমবেত মুসল্লী ও ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কাশিপুর দরবার শরীফের পীরজাদা আলহাজ হাফিজুর রহমানের সভাপতিত্ব এ সমাবেশে উপস্থিত ছিলেন হালসা উত্তরপাড়া জামে মসজিদের ইমাম মাওঃ আব্দুর রহমান, হালসা উত্তর-পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম মাওঃ ফরিদ উদ্দীন,হালসা গ্রামের হাজী আশরাফ আলী,কশিপুর গ্রামের মাওঃ মহসিন আলী,নজরুল ইসলাম, মতিয়ার রহমান,মিজানুর রহমানসহ স্থানীয় বিভিন্ন গ্রামের প্রায় সহস্ব্রাধিক ধর্মপ্রাণ মুসলমান।