প্রকাশ: ৬ নভেম্বর, ২০২০ ২১:২৭ অপরাহ্ন
চৌগাছা থেকে ফখরুল ইসলাম : যশোরের চৌগাছায় শুক্রবার জুম্মার নামাজের পর প্রিয় নবী হযরত মোহাম্মদ (সঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে ওলামা মাশায়েখের নেতৃত্বে ফ্রান্সের বিরুদ্ধে চৌগাছা বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়।
মিছিল শেষে বাজারের ভাস্কর্য মোড়ে সমাবেশ অনুষ্টিত হয়। সমাবেশে ফ্রান্সের বিরুদ্ধে বক্তব্য দেন পাশাপোল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওঃ আবু সাইদ, মাওঃ আলী কদর, জগদিশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও চৌগাছা কামিল মাদ্রাসার অধ্যাপক মাওঃ আব্দুর রহমান, মাওঃ মাহমুদুর রহমান, কাউনসিলর আব্দুর রহমান, মাওঃ মাহবুব, প্রভাষক ডি এম সি আলিম মাদ্রাসা, দৈনিক লোক সমাজের প্রতিনিধি মাওঃ আঃ রহিম, চৌগাছা রক্তদান কর্মসুচির সভাপতি সরোয়ার হোসেন প্রমুখ।
সমাবেশে সভাপতিত্ব করেন মাওঃ আলী আকবর, ইমাম, চৌগাছা কামিল মাদ্রাসা জামে মসজিদ।