প্রকাশ: ৫ নভেম্বর, ২০২০ ১৫:২৫ অপরাহ্ন
মণিরামপুর (যশোর) সংবাদদাতাঃ মণিরামপুরে সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য তরিকুল ইসলামের ২য় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। বুধবার বিকেলে দলীয় কার্যালয়ে থানা ও পৌর বিএনপি’র যৌথ উদ্যোগে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পৌর বিএনপির সভাপতি খাইরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সভাপতি আসাদুজ্জামান মিন্টুর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন থানা বিএনপির সভাপতি অ্যাড. শহীদ মোঃ ইকবাল হোসেন। এসময় বক্তব্য রাখেন থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা খান আক্তার হোসেন, পৌর বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হাই, থানা বিএনপির সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, গাজী আব্দুস সাত্তার, থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক পৌর কাউন্সিলর মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মকবুল ইসলাম, বিএনপি নেতা প্রভাষক নাজমুল হক লিটন, মাষ্টার মতিয়ার রহমান, মফিজুর রহমান মফিজ, থানা যুবদলের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুক, যুবদল নেতা ফিরোজ আহম্মেদ লাল্টু, মুক্তার হোসেন, স্বেচ্ছাসেবকদল নেতা জিয়াউল হক, একে আজাদ, সাবেক ছাত্রদল নেতা ইমরান নাজির, মনিরুজ্জমামান রুবেল, ছাত্রদল নেতা ওলিয়ার রহমান, ফেরদৌস হোসেন, আব্দুল্লাহ আল মামুন, এমরান হোসেন, কামরুজ্জামান, আবু মুছা আল নাইম, এনামুল কাদির, মেহেদী হাসান, জাকারিয়া হোসেন, ইমামুল হাসান ইমন প্রমূখ।