প্রকাশ: ৪ নভেম্বর, ২০২০ ২৩:৫১ অপরাহ্ন
বেনাপোল থেকে আশানুর রহমান : যশোরের শার্শায় ২২ বোতল ফেনসিডিল ও একটি ইজিবাইক সহ আকবর আলী (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে উপজেলার বসতপুর মাদ্রাসা মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আকবর শার্শা থানার রুদ্রপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, গোপন সংবাদে জানা যায়, মাদক ব্যবসায়ীরা মাদকের একটি চালান নিয়ে ইজিবাইকে করে বাগআঁচড়ার দিকে যাচ্ছে। এমন খবরে বসতপুর মাদ্রাসা মোড় থেকে অভিযান চালিয়ে ২২ বোতল ফেনসিডিল ও ইজিবাইক সহ তাকে আটক করা হয়।
আটকের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বুধবার তাকে যশোর আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।