প্রকাশ: ৪ নভেম্বর, ২০২০ ২৩:২৭ অপরাহ্ন
মণিরামপুর (যশোর) সংবাদদাতা : উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি), স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা) এর সার্বিক সহযোগিতায় যশোরের মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসি ও চিকিৎসা উপকরণ বিতরণ করা হয়েছে।
গত রোবিবার (০১ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে উপজেলা স্বাস্থ্য প্রশাসকের কাছে চিকিৎসা উপকরণ (৪ টি এসি, ১৫ টি সিলিং ফ্যান, একটি হেমাটোলজি এনালাইজার /সিবিসি একসোসরিজসহ, একটি আইপিএস, ২টি আইপিএস ব্যাটারী এবং পরিবার পরিকল্পনা বিভাগে একটি ওটি সিলিং লাইট) বিতরণ করা হয়।
এ সময় উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান, যশোরের সিভিল সার্জন ডাঃ শেখ আবু শাহীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শুভ্রা রাণী দেবনাথ, উপজেলা প্রকৌশলী মোহাঃ রবিউল ইসলাম,উপজেলা প্রাণী সম্পদ অফিসার ড.আবুজার সিদ্দিকী, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আব্দুস সাত্তার, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর আসলাম খান,উপ সহকারী প্রকৌশলী নিয়ামত হোসেনসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর আসলাম খান জানান, উক্ত প্রকল্পটি উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়ন করা হয়। উক্ত প্রকল্পটি বাস্তবায়নের ফলে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবার মান বৃদ্ধি পাবে এবং এসডিজি অর্জিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।