ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

মুহাম্মদ (সা:) কে ব্যঙ্গচিত্রের প্রতিবাদে চৌগাছায় মানববন্ধন


প্রকাশ: ৩ নভেম্বর, ২০২০ ২০:৫০ অপরাহ্ন


মুহাম্মদ (সা:) কে ব্যঙ্গচিত্রের প্রতিবাদে চৌগাছায় মানববন্ধন

চৌগাছা থেকে ফখরুল ইসলাম : মহানবী হজরত মুহাম্মদ সা:-কে নিয়ে কটূক্তি ও ব্যঙ্গচিত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় মানববন্ধন করেছে বিভিন্ন ইসলামী সংগঠন ও ছাত্ররা। মঙ্গলবার দুপুরে পৌর শহরের ভাস্কর্য মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহর যশোর জেলা শাখার সভাপতি প্রভাষক আবুল কালাম, চৌগাছা উপজেলা সাধারণ সম্পাদক হাজী আব্দুর রশিদ মৃধা, যশোর জেলা তালিমি সম্পাদক কামরুজ্জামান, মাওলানা ইব্রহীম খলিল, মাস্টার আব্দুল আলীম, হাজী নজরুল ইসলাম, হাজী মতিউর রহমান, সাবেক মেম্বার আব্দুল হামিদ ও মাস্টার আবুল কাশেম প্রমুখ। এ সময় বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীরা অংশ নেয়।

বক্তারা বলেন, রাসূল সা: আমাদের কলিজার টুকরা। তাকে নিয়ে কটূক্তি ও ব্যঙ্গচিত্রের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।


   আরও সংবাদ