প্রকাশ: ১ নভেম্বর, ২০২০ ১৯:২০ অপরাহ্ন
মণিরামপুর সংবাদদাতা : মণিরামপুরে সাবেক স্বামীর বিরুদ্ধে তালাকপ্রাপ্ত স্ত্রীকে মোবোইল ফোনে বাড়িতে ডেকে মারপিট করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।
স্বামী ওবাইদুর রহমান (৩০) উপজেলার হরিহরনগর গ্রামের জবেদ আলী সরদারের ছেলে এবং তালাকপ্রাপ্তা স্ত্রী পলি খাতুন (২৩) একই গ্রামের আব্দুস সালাম মোড়লের কন্যা। শনিবার সন্ধ্যায় উপজেলার হরিহরনগর গ্রামে এ ঘটনা ঘটে। আহত ওই যুবতী মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয়রা জানায়, ওবায়দুরের ঘরে স্ত্রী থাকা অবস্থায় পলি খাতুনের পরকীয়ার সম্পর্ক গড়ে তোলে। এরপর গোপনে তারা বিয়েও করেন। পরে জানাজানি হলে তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়। মারপিটের শিকার পলি খাতুন জানান, প্রেমের সম্পর্কের জের ধরে ওবাইদুর রহমানের সাথে ২০১৮ সালের ১৬ আগস্ট বিয়ে হয়। এরপর চলতি বছরের ৮ ফেব্রুয়ারী তাদের বিচ্ছেদ ঘটে। তিনি আরো জানান,শনিবার সন্ধ্যায় মোবাইল ফেনে ওবাইদুর দেখা করতে তাদের বাড়িতে ডাকে।
এক পর্যায়ে পূর্ব সম্পর্কের জের ধরে তাদের সাথে কথাকাটাকাটির এক পর্যায় ঘরের দরজা আটকিয়ে তাকে মারপিট করে গুরুতর আহত করা হয়। খবর পেয়ে স্বজনরা পলি খাতুনকে আহত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরদিন রোববার সকালে পলি গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে তাকে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত যুবতীর সাবেক স্বামী তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, ডিভোর্সের পর থেকে ফের সম্পর্ক করতে প্রায়ই মোবাইল ফোনে তাকে বিরক্ত করতো পলি। ঘটনার দিন স্ত্রী বাড়িতে না থাকার সুযোগে পলি বাড়িতে এসে অশান্তি সৃষ্টি করে।
পরিবারের স্বজনসহ স্থানীয়রা বুঝিয়ে যুবতীকে বাড়িতে পাঠাতে ব্যর্থ হয়। পরে যুবতীর স্বজনরা এসে তাকে বাড়িতে নিয়ে যান। স্থানীয় ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম জানান, ওই যুবতীকে মারপিট করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শুভ্রা রানী দেবনাথ জানান, যুবতী গুরুতর জখম হওয়ায় অসুস্থ্য অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। থানায় অভিযোগের বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই মহাসিন আলী জানান, যুবতীকে মারপিটের ঘটনায় দায়েরকৃত অভিযোগটি তদন্ত করা হচ্ছে।