প্রকাশ: ৩১ অক্টোবর, ২০২০ ২১:২৪ অপরাহ্ন
মণিরামপুর সংবাদদাতা: মণিরামপুরে নির্মাণ শ্রমিকদের প্রচেষ্টায় ভরা পুকুরের পানিতে ডুবে যাওয়া মুবাশ্বিরা খাতুন নামে ৪ বছরের এক শিশু অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে। শিশুটিকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য ক্সেকমপ্লে নেয়া হলে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৪টার দিকে পৌর এলাকার দূর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু মুবাশ্বিরা ওই গ্রামের ব্যবসায়ী মাহমুদুল্লাহর কন্যা।
জানা যায়, মাহমুদুল্লাহর বাড়িতে নির্মাণ শ্রমিক বিল্লাল হোসেন, ইউসুফ আলী ও জসিম উদ্দীন রড কাটার কাজ করছিলেন। ঘটনার সময় খেলতে-খেলতে পাশের পুকুরে শিশুটি পড়ে গেলে অপর এক শিশু চিৎকার দেয়।
এ সময় ওই নির্মাণ শ্রমিকরা পানিতে ঝাঁপ দিয়ে তল্লাশি চালিয়ে ডুবন্ত শিশুটিকে খুঁজে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেন জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ জসিম উদ্দীন।