ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

রাজধানীতে পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার


প্রকাশ: ২৯ অক্টোবর, ২০২০ ২০:১৫ অপরাহ্ন


রাজধানীতে পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : রাজধানীর কামরাঙ্গীরচর এবং চকবাজার মডেল থানার ভিন্ন এলাকায় পৃথক অভিযানে মাদক ব্যবসায়ী আব্দুর রাজিব (২২) ও নুর আলম (২০) নামের ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকালে আরব দেশের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান বিএন নিউজ কে এতথ্য জানান।

এসময় তাদের কাছ থেকে ১৬৪ গ্রাম গাঁজা, ৯০ পিস ইয়াবা, ২ টি মোবাইল ফোন এবং নগদ ১০৩০ টাকাসহ উদ্ধার করা হয়।

মোহাম্মদ আনিসুজ্জামান জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে তারা পরস্পর যোগসাজশে ঢাকার কামরাঙ্গীরচর এবং চকবাজার মডেল থানা এলাকা সহ আশেপাশের থানা এলাকায় অবৈধভাবে মাদকদ্রব্য পরিবহন  ব্যবসা চালিয়ে আসছে।

রাজধানীর কামরাঙ্গীরচর এবং চকবাজার মডেল থানায় পৃথক ভাবে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১০(ক )/৩৮ ধারায় অপরাধ করেছে মামলা হয়েছে।


   আরও সংবাদ