ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

চৌগাছায় আত্মকর্মসংস্থানের লক্ষে নগদ অর্থ ও ভ্যান বিতরণ


প্রকাশ: ২৮ অক্টোবর, ২০২০ ২১:০৭ অপরাহ্ন


চৌগাছায় আত্মকর্মসংস্থানের লক্ষে নগদ অর্থ ও ভ্যান বিতরণ

 মোঃ ফখরুল ইসলাম, চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছায় করোনাকালিন এই সময়ে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জামায়াতের সমাজ কল্যাণ বিভাগের উদ্যোগে দুজনকে ভ্যানগাড়ি ও ৬ ব্যক্তিকে ক্ষুদ্র ব্যবসায়ের জন্য পুঁজি হিসেবে ৫ হাজার টাকা করে বিতরণ করা হয়েছে।

আজ বুধবার বিকাল ৫টায় চৌগাছা কামিল মাদরাসা মাঠে এই ভ্যান ও ব্যবসায়িক পুঁজি বিতরণ করা হয়।

ভ্যানপ্রাপ্ত দুজন হলেন পৌরসভার বিশ্বাস পাড়ার টিপু সুলতান ও নরায়নপুর গ্রামের আশিকুল ইসলাম। এছাড়া পাঁচ হাজার টাকা করে ব্যবসায়িক পুঁজি দেয়া হয়েছে পৌরসভার তারনিবাস গ্রামের আব্দুল আলিম, সিংহঝুলির মিঠু, পাশাপোল ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের ইস্রাফিল হোসেন, স্বরূপদাহ গ্রামের মমিনুর , জগদীশপুর ইউনিয়নের আড়পাড়া গ্রামের মোশারফ হোসেন ও সুখপুকুরিয়া ইউনিয়নের মাকাপুর গ্রামের আব্দুল আজিজকে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোর্শেদ, চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল আহমেদ, মাস্টার এমদাদুল হক, সহ-অধ্যাপক মাওলানা নূরুজ্জামান, গিয়াস উদ্দিন, মাওলানা আব্দুল খালেক, আহসান হাবিব, তুহিনুর রহমান, সহ-অধ্যাপক ড. মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা রেজাউল ইসলাম প্রমুখ

 


   আরও সংবাদ