ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

ফ্রান্সে রাসূল (সা:) কে অবমাননা, রাঙ্গাবালীতে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত


প্রকাশ: ২৭ অক্টোবর, ২০২০ ১৯:৫৫ অপরাহ্ন


ফ্রান্সে রাসূল (সা:) কে অবমাননা, রাঙ্গাবালীতে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত

এম এ ইউসুফ আলী, রাঙ্গাবালী প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালীতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা ও কার্টুন চিত্র একে ব্যঙ্গচিত্র প্রদর্শন করায় প্রতিবাদ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চর মোন্তাজ ইউনিয়নের সকল ধর্মপ্রাণ মুসলমানের আয়োজনে স্লুইজ বাজার জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এরপর স্লুইজ বাজার জামে মসজিদ থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের চৌরাস্তা প্রদক্ষিণ করে মসজিদ মাঠে গিয়ে শেষ হয়।


এসময় বক্তারা ফ্রান্সের পণ্য বর্জন করা ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে সমগ্র মুসলিম জাতির কাছে ক্ষমা চাওয়ার আহবান জানান।


   আরও সংবাদ