ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

য‌শো‌রে ভৈরব নদ থে‌কে কাঠ ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার


প্রকাশ: ২৫ অক্টোবর, ২০২০ ১৫:৩২ অপরাহ্ন


য‌শো‌রে ভৈরব নদ থে‌কে কাঠ ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

য‌শোর সংবাদদাতা  : রোববার সকালে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় ভৈরব নদ থেকে গোলাম মোস্তফা (৫০) নামে এক কাঠ ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত গোলাম মোস্তফা চুড়ামনকাটি ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের পাচু মণ্ডলের ছেলে। পেশায় তিনি কাঠ ব্যবসায়ী ছিলেন।

চুড়ামনকাটি ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্না জানান, গতকাল রাতে পাওনা আদায়ের কথা বলে তিনি বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি।

নিহতের ছেলে হাবিবুর রহমান বলেন, ‘আব্বা কোনো রাজনৈতিক দল করতো না। কী কারণে হত্যার শিকার হলো, বুঝতে পারছি না।’
যশোর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, সকালে লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য মর্গে পাঠায়। খুনিদের শনাক্ত করে ধরার চেষ্টা চলছে।


   আরও সংবাদ