ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যরে শোক


প্রকাশ: ২৪ অক্টোবর, ২০২০ ১৭:২৮ অপরাহ্ন


ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে  প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যরে শোক

মণিরামপুর (যশোর) সংবাদদাতা: দেশের প্রখ্যাত প্রবীণ আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল-হকের মৃত্যুতে গভীর শোক  ও দুঃখ  প্রকাশ করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের  পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি।

 প্রতিমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মোঃ আহসান হাবীব স্বাক্ষরিত এক শোক বার্তায় তিনি প্রয়াত আইনজীবী  ব্যারিস্টার রফিক-উল-হকের  বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি  গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

এক শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, "ব্যারিস্টার রফিক-উল হক ছিলেন এদেশের আইন অঙ্গনের উজ্জ্বল বাতিঘর। গণতন্ত্র,  সুশাসন প্রতিষ্ঠা এবং  বিচার বিভাগের স্বাধীনতা ও ভাবমূর্তি রায় তাঁর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। দেশের বিভিন্ন আইন প্রণয়নে সম্পৃক্ততা এবং সেবামূলক বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্য দিয়ে দেশ ও মানুষের কল্যাণে অনবদ্য অবদান রেখে গেছেন। নিজ উদ্যোগে হাসপাতাল, মসজিদ ও শিা প্রতিষ্ঠান নির্মাণ করেছেন। বিজ্ঞ এই আইনজীবীর মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি "


   আরও সংবাদ