ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

মহেশপুরে পূজা উদযাপন উপলক্ষে শুভেচ্ছা বিনিময় সভা


প্রকাশ: ২৪ অক্টোবর, ২০২০ ২২:১১ অপরাহ্ন


মহেশপুরে পূজা উদযাপন উপলক্ষে শুভেচ্ছা বিনিময় সভা

চৌগাছা (যশোর) প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৩ অক্টোবার) সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে মহেশপুর পূজা উদযাপন পরিষদ এর সভাপতি রঞ্জন কুমার মজুমদার এর সভাপতিত্বে মহেশপুর পূজা উদযাপন পরিষদের আয়োজনে শুভেচ্ছা বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল আজম খাঁন চঞ্চল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ্বতী শীল, মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন, মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম। 

এছাড়াও মহেশপুর উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা কর্মী বৃন্দ ও মহেশপুর উপজেলার প্রত্যেকটি পূজামণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। 

পরে সরকারিভাবে বরাদ্দকৃত পূজা উদযাপনের জন্য অর্থ প্রধান অতিথি পূজা উদযাপন কমিটির সভাপতি সম্পাদক এর হাতে তুলে দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বাবু প্রবীর কুমার দাস।


   আরও সংবাদ